চান্দিনা
রমজান উপলক্ষে পানিপাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ।

রমজান উপলক্ষে পানিপাড়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ।
কুমিল্লা চান্দিনার ৯ নং মাইজখার ইউনিয়নের পানি পাড়ার (দ:) পাড়া প্রবাসী সমাজ উন্নয়ন ফাউন্ডেশন এর উদ্যোগে রমজান উপলক্ষে ত্রাণ সামগ্রী বিতরণ।

উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা কৃষকলীগের সম্মানিত সভাপতি ও ৯ নং মাইজখার ইউনিয়নের দুই দুই বারের সফল চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক জনাব মোঃ শাহ্ সেলিম প্রধান,আরও উপস্থিত ছিলেন পানি পাড়া(দঃ পাড়া) প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন সভাপতি সৌদি প্রবাসী জামাল উদ্দিন ও সহ সভাপতি জাকির প্রধান এবং পরিচালক জালাল উদ্দিন ও পরিচালক মো: জুনায়েদ।
যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন মোঃ সেলিম প্রধান কৃষক লীগ সভাপতি চান্দিনা উপজেলা/সৌদি প্রবাসী জামাল উদ্দিন/সাহেব আলী ওমান প্রবাসী/মোস্তফা ওমান প্রবাসী/ইসমাইল মালদ্বীপ প্রবাসী/কামরুল সৌদি প্রবাসী/রাসেল মালোশীয়া প্রবাসী/নিজাম উদ্দিন মালদ্বীপ প্রবাসী/মান্নান মালদ্বীপ প্রবাসী/আল আমিন সৌদি প্রবাসী/রুবেল মালদ্বীপ প্রবাসী/আল আমিন মালদ্বীপ প্রবাসী/নাঈম মালদ্বীপ প্রবাসী/জালাল সৌদি প্রবাসী/দুলাল ইরাক প্রবাসী/সোহেল সৌদি প্রবাসী/মরম আলী মালদ্বীপ প্রবাসী/আজাদ সৌদি প্রবাসী/ও জেসমিন।

প্রধান অতিথি জনাব মোঃ সেলিম প্রধান চেয়ারম্যান বলেন,দেশে এখন মহামারী আকারে করোনা ভাইরাস দেখা দিয়াছে আপনারা সবাই ঘরে অবস্থান করবেন অযথা কেহ ঘুরাঘুরি করবেন না এবং সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আপনারা সবাই পালন করুন, আল্লাহ সবাইকে হেফাজত করুন আমিন।





