চান্দিনা

সন্ত্রাসীদের দাতভাঙ্গা জবাব জবাব দেওয়া হবে – মুনতাকিম আশরাফ টিটু

সন্ত্রাসীদের দাতভাঙ্গা জবাব জবাব দেওয়া হবে
– মুনতাকিম আশরাফ টিটু

কাউসার আহমেদ
চান্দিনা পৌর আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তৃতায় এফবিসিসিআই সহ সভাপতি ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাকিম আশরাফ টিটু বলেন- ‘চান্দিনার মানুষ শান্তি প্রিয়। আগামী নির্বাচনে যদি ধানের শীষের প্রার্থী জয় লাভ করে তাহলে, পরের দিন থেকে চান্দিনার ব্যবসায়ীদের চাঁদা দিতে হবে। অতীতে এই ধরনের ঘটনা ঘটেছে। সবাই এই চাঁদাবাজীর ঘটনা জানে। সন্ত্রাসী ও চাঁদাবাজদের চান্দিনার জনগণ বয়কট করবে। কেউ সন্ত্রাসী কার্যক্রম করলে তরুণ সমাজ, যুব সমাজ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ সবাইকে নিয়ে সন্ত্রাসীদের দাত ভাঙ্গা জবাব দেয়া হবে।’
বুধবার ২৬ ডিসেম্বর বিকালে চান্দিনা পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক চান্দিনা পৌর সভার মেয়র মোঃ মফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।
এসময় তিনি চান্দিনার জনগণের নিকট বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এর নৌকা প্রতীকে ভোট ভিক্ষা চান।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker