খেলাধুলা

তামিম-সৌম্যের ঝড়ে স্রেফ উড়ে গেলো উইন্ডিজ

খেলা শেষ হওয়ার আগেই দিনের কমে এসেছিলো। বিসিবি একাদশ তখনো জয়ের বন্দরে পৌছাতে পারেনি। জিততে হলে বাংলাদেশের তখনো ১৮ রান প্রয়োজন। কিন্তু সেটা কোনো সমস্যা হয়ে দেখা দিলো না। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বিসিবি একাদশকে জয়ী ঘোষণা করা হলো।এর ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচে ৫১ রানে জয় পেয়েছে বিসিবি একাদশ। আজ বিকেএসপির মাঠে এই ম্যাচটি অনুষ্ঠিত হয়।ক্যারিবীয়দের ৩৩২ রানের জবাবে খেলতে নেমে মাত্র ৪১ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩১৪ রান করে ফেলে বিসিবি একাদশ। জয়ের জন্য আর প্রয়োজন ছিলো ১৮ রান। দিনের আলো কমে আসায় ৪১ ওভারের বিচারে ডাকওয়ার্থ লুইস পদ্ধতি অনুসারে বিসিবি একাদশকে ৫১ রানে জয়ী ঘোষণা করা হয়।এর আগে ম্যাচে তামিমের পর সেঞ্চুরি করেছেন সৌম্য সরকারও। ১০৩ রান করে তিনি শেষপর্যন্ত অপরাজিত ছিলেন। এছাড়া তামিম ইকবাল মাত্র ৭৩ বলে ১০৭ রান করে আউট হন।ম্যাচের প্রথম ইনিংসে ক্যারিবীয়রা বাংলাদেশের টাইগারদের সামনে ৩৩২ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছিলো।

Close