চান্দিনা
চান্দিনায় কাপড় ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চান্দিনায় কাপড় ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
রিপন অাহমেদ ভূইয়া।
চান্দিনা উপজেলা সদরের পৌর সুপার মার্কেটে চান্দিনা বাজার কাপড় ব্যবসায়ী সমিতির বার্ষিক সাধরণ সভা শুক্রবার (১৮ জানুয়ারি) দুপুরে অনুষ্ঠিত হয়।
এতে চান্দিনা বাজার বণিক সমিতি ও কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি এরশাদ আলী ভূইয়া’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. আবদুস ছালাম এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- সমিতির সহ-সভাপতি মো. আলী হোসেন, মো. জসিমুজ্জামান ভূইয়া, সাংগঠনিক সম্পাদক রতন দেবনাথ, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আবদুস ছামাদ, ব্যবসায়ী নেতা বাবু মাখন, মো. মামুন, আলী আশরাফ, মো. আলী মেম্বার, শ্যামল চন্দ্র কর, নিমাই দেবনাথ, মো. জানে আলম, মো. জয়নাল আবেদীন, মো. আবদুর রাজ্জাক প্রমুখ।
সাধারণ সভায় মো. এরশাদ আলী ভূইয়াকে সভাপতি, মো. আলী হোসেনকে সহ-সভাপতি, মো. আবদুস ছালামকে সাধারণ সম্পাদক ও রতন দেবনাথকে সাংগঠনিক সম্পাদক করে আগামী তিন বছরের জন্য চান্দিনা বাজার কাপড় ব্যবসায়ী সমিতির ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।