চান্দিনা

মাইজখার হাড়িপাড়া ত্রাণ বিতরণ করেন চেয়ারম্যান মোঃ সেলিম প্রধান।

মাইজখার হাড়িপাড়া ত্রাণ বিতরণ করেন চেয়ারম্যান মোঃ সেলিম প্রধান।

কুমিল্লা চান্দিনার মাইজখার ইউনিয়নের হাড়িপাড়া হতদরিদ্র ও নিম্ম আয়ের মানুষদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন চান্দিনা উপজেলা কৃষক লীগের সম্মানিত সভাপতি ও ৯ নং মাইজখার ইউনিয়নের দুই দুই বারের সফল চেয়ারম্যান জনাব মোঃ সেলিম প্রধান।

চেয়ারম্যান জনাব মোঃ সেলিম প্রধান বলেন মাইজখার ইউনিয়নে কোন জনগণ না খেয়ে থাকবেনা ইনশাআল্লাহ তিনি জনগণের উদ্দেশ্য বলেন আপনারা আমার কন্টাক্ট নাম্বারে বা ইউনিয়ন পরিষদে এসে আমাকে জানান যদি আপনাদের খাদ্য সংকট থাকে ইনশাআল্লাহ কথা দিলাম আপনাদের ঘরে পৌঁছে যাবে ত্রাণ সামগ্রী।

আল্লাহ সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন আমিন।

Close