রাজনীতি

মহাখালীতে ছাত্রলীগের ওয়ার্ড সভাপতিকে কুপিয়ে হত্যা

সভাপতিকে কুপিয়ে – রাজধানীর মহাখালীতে বাংলাদেশ ছাত্রলীগের ১৯ নম্বর ওয়ার্ড (বনানী) সভাপতি রাকিব হাসানকে (২৭) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১২টায় এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। বনানী থানার পরিদর্শক (অপারেশন) সায়হান ওলিউল্লা নিউজকে বলেন, বনানী ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রাকিবকে হত্যা করা হয়েছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রহস্য উদঘাটনে তদন্ত চলছে।এদিকে দুর্বৃত্তদের কোপানো পর নাসির নামে এক যুবক তাকে ঢামেকে নিয়ে আসেন। তিনি সাংবাদিকদের বলেন, আমার বাসা মহাখালী টিঅ্যান্ডটি কলোনি মসজিদের পেছনে। রাকিবকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নুরুল ইসলাম নামে এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি ঢামেকে চিকিৎসাধীন। রাকিবের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker