শিক্ষাঙ্গন
পথশিশু কল্যাণ ফাউন্ডেশন ঢাকা শাখার উদ্যোগে অদম্য স্কুল-১৪ উদ্বোধন।

পথশিশু কল্যাণ ফাউন্ডেশন ঢাকা শাখার উদ্যোগে অদম্য স্কুল-১৪ উদ্বোধন।

“শিক্ষা হোক পথশিশুদের অধিকার, পথ নামটি মুছে দেব এই আমাদের অঙ্গিকার-এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ মালিবাগ রেল গেইট (খিলগাঁও, ঢাকা) রেললাইনের পাশে অস্থায়ী বস্তিতে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর সুবিধা বঞ্চিত পথশিশুদের স্কুল “অদম্য স্কুল-১৪ এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান রাসেল বলেন,
অন্য শিশুরা যখন পরিবারের আদর নিয়ে স্কুলে যাওয়ার জন্য ব্যস্ত থাকে ঠিক তখনি পথশিশুরা তার ফেরি করে নিয়ে বেড়ানো খাবার কিংবা খেলনা, ফুল কেউ কিনুক সেটি নিয়েই ব্যস্ত থাকে। ওদের স্বপ্ন থাকে পেটপুরে খাওয়া। তাই পথশিশুদের শিক্ষার আলোয় আলোকিত করতে সারাদেশে নিঃস্বার্থ ভাবে কাজ করে যাচ্ছে পথশিশু কল্যাণ ফাউন্ডেশন এর অদম্য স্কুল।
আমাদের সকলের একটু একটু সহযোগিতাই পারে তাদের জীবনকে একটু সুন্দর করতে। তাদের মুখে হাসি ফোটাতে। আর আমরাও এতে করে আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকে মুক্তি পেতে পারি। আসুন এগিয়ে আসি আর্ত মানবতার কল্যানে।
এখানকার শিশুরা বেশিরভাগই মাদকের সাথে জড়িত তাই এসময় প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতির নিকট সকলে মাদক সেবন না করার জন্য অঙ্গিকার ব্যক্ত করেন।
ঢাকা শাখার সাংগঠনিক সম্পাদক রায়হান এর সঞ্চালনায়, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা শাখার সভাপতি এমদাদ উল্লাহ, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা সৈয়দ আলী রুম্মন, সাদিয়া আফরিন সিমু, প্রকৌশলী মির হোসেন মির, মোশাররফ হোসেন, ঢাকা শাখার সাধারণ সম্পাদক কাজী সুমাইয়া।
এছাড়া উপস্থিত ছিলেন ঢাকা শাখার সদস্য মিথিলা মিম, আহমেদ শাওন, মোঃ শাওন, নিশাত রিয়া, আব্দুল হাকিম, জান্নাতুন নাঈমা নেহা
জাহিদ হাসান সামির, উম্মে হাবিবা, তানিশা আক্তার, মুন্না, সানজানা প্রিয়া সহ আরো অনেকে।
অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থীদের নতুন বই, প্রয়োজনীয় শিক্ষা উপকরণ, ওয়াটার পট ও খাবার বিতরণ করা হয়।





