লাইফস্টাইল
সত্য ঘটনা অবলম্বনে জয়া চৌধুরীর-ঢাকা টু আমেরিকা

বিনোদন প্রতিবেদক:- বর্তমান সময়ে আলোচনায় আসছে মিউজিক ভিডিও গুলো। আজ বাজনা মাল্টিমিডিয়ার উইটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে ‘সত্য ঘটনা অবলম্বনে ঢাকা টু আমেরিকা’ শিরোনামে একটি মিউজিক্যাল ফিল্ম। এতে অবিনয় করেছেন নায়িকা জয়া চৌধুরী।
শাহ ফিরোজের পরিচালনায় গানের কথা লিছেন ফিরোজ প্লাবন। গানে কন্ঠ দিয়েছেন বিপাশা। শিরোনামে লিখা আছে ‘সত্য ঘটনা অবলম্বনে ঢাকা টু আমেরিকা’। গানের দৃশ্যে জয়ার সাবলিল অভিনয় দেখে মনে হয়েছে এটা তাঁরই জীবনের গঠনা।
এবিষয়ে নায়িকা জয়ার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। যানা যায় তিনি বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।
এবিষয়ে ফিরোজ প্লাবনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমাদের পরিচিত একজন শিল্পীর জীবনের ঘটনা থেকেই আমি গানের কথা লিখেছি। কার জীবিনের গল্প সেটা বলতে চাইনা। আর জয়ার অভিনয় যদি বলতে চাই তা হলে বলবো তিনিতো এমনিতেই ভালো অভিনয় করেন। যে কারনে মনে হতে পারে এটা তারই জীবনের গল্প। আমি বাস্তব গল্প গানের কথায় তোলে আসতে চেষ্টা করি। আশা করি সবার কাছে গানটি ভালো লাগবে।
জয় চৌধুরী এরই মধ্যে ‘ফুলবানু’ ছবির কাজ প্রায় শেষ করেছেন। বর্তমানে বাঘিনী’ শিরোনামে আরেকটি ছবি নিয়ে সময় পার করছেন।