রাজনীতি
শান্তিপূর্ণ ভাবে বরুড়া উপজেলা নির্বাচন চলছে,চেয়ারম্যান পদে লড়বে তিন প্রার্থী।

শান্তিপূর্ণ ভাবে বরুড়া উপজেলা নির্বাচন চলছে,চেয়ারম্যান পদে লড়বে তিন প্রার্থী।
নিজস্ব প্রতিবেদকঃ সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামিকাল ৫ মে (রবিবার) বরুড়া উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা হলেন, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক নৌকা প্রতীকের প্রার্থী এ এন এম মঈনুল ইসলাম, আওয়ামী লীগের বিদ্রোহী ঘোড়া (স্বতন্ত্র ) প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম মিঠু, বিএনপি কেন্দ্রীয় ভাবে প্রার্থী ঘোষনা না করলেও উপজেলা বিএনপির (সতন্ত্র) আনারস প্রতীকের প্রার্থী মোঃ আরিফুর রহমান।
আওয়ামীলীগের মনোনীত প্রার্থী এ এন এম মইনুল ইসলাম বলেন, বরুড়ার জনগণ ও ভোটাররা দলমত-নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। নির্বাচনে জিতলে এলাকার মানুষের জন্য কাজ করে যাব। বিদ্রোহী প্রার্থী মোঃ মাজহারুল ইসলাম মিঠু বলেন, বরুড়া উপজেলা পরিষদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি বরুড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে বিজয়ী হব। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী আরিফুর রহমান বলেন, দলমত নির্বিশেষ জনগণ তাকিয়ে আছে স্বাধীন মত প্রকাশের জন্য। আসা করি জনগণ ভোটের মাধ্যমে জবাব দেবে।
এই উপজেলার ভোটার সংখ্যা ২ লাখ ৯৬ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৮ হাজার ১০৭ ও নারী ১ লাখ ৪৮ হাজার ৮২৯ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৯৯।