চান্দিনা

চান্দিনায় সরকারি ভূমি দখল: ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

চান্দিনায় সরকারি ভূমি দখল: ঘটনাস্থল পরিদর্শনে ইউএনও

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চান্দিনায় আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার সামনে কুমিল্লা জেলা প্রশাসকের ১নং খাস খতিয়ানের আওতাধীন সরকারি ভূমি দখলের অভিযোগের ঘটনাস্থল পরিদর্শন করেন চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগকারীদের সাথে কথা বলেন।

সাদ বিল্ডার্স নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ এনে চান্দিনা আল-আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও চান্দিনা পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি কুমিল্লা জেলা প্রশাসক ও চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার বরাবর পৃথক লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতেই ওই তদন্ত শুরু করে উপজেলা প্রশাসন।

এর আগে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ওই ভূমি পরিদর্শন ও তদন্ত শুরু করে চান্দিনা উপজেলা প্রশাসন। চান্দিনা উপজেলা ভূমি অফিসের কাননগো চম্পক ত্রিপুরা ও চান্দিনা পৌর ভূমি অফিসের নায়েব মো. মোখলেছুর রহমানও ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত চলাকালে উপস্থিত ছিলেন- চান্দিনা আল আমিন ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জাকির হোসেইন, চান্দিনা পশ্চিম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ¦ মো. রমজান আলী, সাধারণ সম্পাদক মো. এরশাদ আলী ভূইয়া প্রমুখ।

এব্যাপারে সাদ বিল্ডার্স এর জিএম খলিলুর রহমান সজল বলেন- ’আমরা সিএস এবং আরএস খতিয়ান ও দলিলমূল্যে ব্যক্তি মালিকানাধীন জমি ক্রয় করেছি। আমাদের প্রতিষ্ঠান কোন সরকারি ভূমি দখল করেনি। তারা যে দাবি করেছেন তা ভিত্তিহীন।

চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিভীষণ কান্তি দাশ বলেন- মসজিদ কমিটি ও মাদ্রাসা কমিটির পৃথক লিখিত অভিযোগের প্রেক্ষিতে আমরা তদন্ত কাজ শুরু করেছি। তদন্ত শেষ হওয়ার আগে এবিষয়ে কোন মন্তব্য করা ঠিক হবে না।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker