জাতীয়

দ্বিতীয় টেস্টে মোহাম্মদ নাসিমের করোনা নেগেটিভ, নতুন মেডিকেল বোর্ড

দ্বিতীয় টেস্টে মোহাম্মদ নাসিমের করোনা নেগেটিভ, নতুন মেডিকেল বোর্ড

আবার পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে জননেতা মোহাম্মদ নাসিমের। তবে আরও ৭২ ঘন্টা পরে বোঝা যাবে তার অবস্থা। পরিস্থিতি এখনো অপরিবর্তিত। এসব তথ্য

জানিয়েছেন আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া।

 

মোহাম্মদ নাসিমকে আরও ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে উল্লেখ করে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আল ইমরান চৌধুরী বলেন, ‘মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার তেমন কোনও পরিবর্তন নেই। দ্বিতীয়বার করা করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। তাকে ৭২ ঘণ্টা অবজারভেশনে রাখা হবে।’

 

বিপ্লব বড়ুয়া বলেন, ‘ডিপ কোমায় আছেন তিনি। তার অবস্থা অপরিবর্তিত। তার ছেলে আমাকে জানিয়েছেন, পরীক্ষায় করোনা নেগেটিভ রিপোর্ট এসেছে।’

 

এর আগে অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, সোমবার রাতে তার মেডিক্যাল বোর্ড পুনর্গঠন করা হয়েছে। তবে তার পরিস্থিতি আগের মতোই আছে। অস্ত্রোপচারের পর ভেন্টিলেশনে রাখা হয়েছে।

 

প্রসঙ্গত, গত ১ জুন নিউমোনিয়াজনিত সমস্যা নিয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসের পরীক্ষা করা হলে ফলাফল পজিটিভ আসে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৫ জুন শুক্রবার ভোরে তার স্ট্রোক হয়। সেদিনই ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে অস্ত্রোপচার হয়। এর আগেও তার একবার স্ট্রোক হয়েছিল। সব মিলিয়ে তার অবস্থা সংকটাপন্ন বলেই মন্তব্য করেছেন চিকিৎসকরা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker