জেলার খবর

সাবেক ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ভুট্টো চেয়ারমানের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

পরশুরামে সাবেক ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে ভুট্টো চেয়ারমানের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা
নিজম্ব প্রতিবেদক:
পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মির্জানগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান ভুট্টো ফেসবুকে অপপ্রচার ও কুৎসা রটনার অভিযোগ এনে একই ইউনিয়নের সাবেক তিন ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদালতে ( ০৯/০৯/২০২০ খ্রিঃ )একটি মামলা দায়ের করেছেন। আদালত অভিযোগের বিষয় তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে পরশুরাম থানার পুলিশকে নির্দেশ দেন। পরশুরাম থানার এসআই রেজাউল জাব্বার গত ২২ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন বলে জানা গেছে।
সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক অভিযুক্ত তিন ছাত্রলীগ নেতাকে আগামী ২৬ জানুয়ারি আদালতে হাজির হয়ে অভিযোগের বিষয় জবাব দিতে নির্দেশ দিয়েছেন। গত ২৮ অক্টোবর পুলিশের প্রতিবেদনের উপর শুনানী হয়েছে। অভিযুক্ত তিন ছাত্রলীগ নেতা হলেন মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ- সভাপতি আবদুল্লা মামুন লিংকন, ৫ নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ বিপুল এবং সাবেক ছাত্রলীগ নেতা বর্তমানে একটি বেসরকারী প্রতিষ্ঠানের কর্মরত সাইফ উদ্দিন স্বপন।
মির্জানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নুরজ্জামান ভুট্টো তার মামলার এজহারে উল্লেখ করেছেন গত ১৭ এবং ১৮ আগষ্ট সহ বিভিন্ন সময়ে ডিজিটাল নেটওয়ার্ক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বাদীর বিরুদ্ধে অভিযুক্ত ছাত্রলীগ নেতারা বিভিন্ন ধরনের মিথ্যা অপপ্রচার ও কুৎসা রটনা করে সামাজিক মান মর্যাদা ক্ষুন্ন করেছেন এবং সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করেছেন। রাজনৈতিক প্রতিহিংসা থেকে ধারাবাহিক ভাবে তারা এসব অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।
এজহার ও থানার এসআই রেজাউল জাব্বারের তদন্ত প্রতিবেদন সুত্রে জানা গেছে মামলায় স্বাক্ষী দেয়া হয়েছে মির্জানগর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কামাল, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম, বর্তমান ছাত্রলীগ সভাপতি পাভেল, মির্জানগর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ জাহিদ এবং ছাত্রলীগ নেতা মোঃ সোহাগ। এছাড়াও পুলিশকে আরো দুজন স্বাক্ষি দিয়েছে তারা হলেন মির্জানগর ইউনিয়ন পরিষদ সদস্য আওয়ামীলীগ নেতা আবু বক্কর, উপজেলা ছাত্রলীগ যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান সাকিব। পুলিশ তাদের ১৬১ ধারা জবান বন্ধি রেকর্ড করে পতিবেদন জমা দিয়েছেন।
মির্জানগর ইউনিয়ন পরিষদ সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলুল বারী মনছুর জানান চেয়ারম্যানের সাথে আমাদের বিতর্ক হয়েছে ১৫ই আগস্টের কর্মসূচীতে জামায়াত নেতাদের অতিথি করাকে নিয়ে। ওই দিন বিকেলে প্রতিবাদ জানিয়ে প্রথম পোস্ট দেয় লিংকন, পরে একে একে আমরা সবাই প্রতিবাদ করি। ওই ঘটনায় চেয়ারম্যানকে উপজেলা আওয়ামীলীগ কারন দর্শানোর নোটিশ করে।
ইউপি মেম্বার মনছুর আরো জানান একই সময়ে চেয়ারম্যানের বিরুদ্ধে নারী সংক্রান্ত অপপ্রচার চালায়। কে বা কারা অপপ্রচার চালিয়েছে আমরা জানিনা। ফেইক আইডি গুলো উদঘাটন করে বিচারের আওতা আনার জন্য সকলে দাবি জানাচ্ছি। কিন্তু সেটা না করে সরাসরি নারী সংক্রান্ত কোন পোস্ট না দেয়া সত্বেও মামলাতে এই তিন সাবেক নেতাকে আসামী করা আমি মনে করি জামায়াত ইস্যুর প্রতিবাদের শোধ নেওয়ার চেষ্টা করেছে চেয়ারম্যান। যুবলীগ নেতা মনছুর গত ১০বছর ধরে বিভিন্ন ইস্যুতে দলীয় নেতাকর্মীদের হয়রানির হামলা মামলার অবসান চান। তিনি বলেন আলাউদ্দিন নাসিম ভাই, নিজাম উদ্দিন হাজারী এমপি, জালাল উদ্দিন পাপ্পু ভাই, খায়রুল বশর মজুমদার তপন,নিজাম উদ্দিন চৌধুরী সাজেল ভাই কামাল উদ্দিন মজুমদারের নিকট আমাদের আর্জি দলীয় নেতাকর্মীদের হয়রানি ও মামলা মোকদ্দমা থেকে রক্ষা করা হোক।
অভিযুক্ত লিংকন জানান জামায়াত নেতাকে শোক দিবসের কর্মসূচীতে অতিথি করায় প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন চেয়ারম্যান। ফেসবুকে নারীর ছবি দিয়ে ফেসবুকে অপপ্রচারের সাথে তিনি সম্পৃক্ত নন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker