চান্দিনা
চান্দিনায় ছাত্রলীগ নেতা মোমেন এর মৃত্যুতে রাজনীতিকদের শোক

চান্দিনায় ছাত্রলীগ নেতা মোমেন এর মৃত্যুতে রাজনীতিকদের শোক
কুমিল্লার চান্দিনায় বাড়েরা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর সমাজবিজ্ঞান বিভাগ ছাত্রলীগ সাধারণ সম্পাদক জিএম খাদেমুল বাশার মোমেন (২৪) বুধবার (২২ জানুয়ারি) রাত সাড়ে ৮ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
মোমেন চান্দিনা উপজেলার বাড়েরা ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামের উপজেলা আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসাইন এর একমাত্র ছেলে। সে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ এর সমাজবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ও ওই বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় কুমিল্লার দৌলতপুর জামে মসজিদ মাঠে প্রথম জানাযা, সাড়ে ১০টায় কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জামে মসজিদ মাঠে দ্বিতীয় জানাযা এবং দুপুর ২টায় চান্দিনার বাড়েরা উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের তৃতীয় নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। পরে উপজেলার বাড়েরা ইউনিয়নের রামচন্দ্র পুর গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও এফবিসিসিআই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুনতাকিম আশরাফ টিটু, সাধারণ সম্পাদক এ্যাডভোকেটি মহিউদ্দিন আহমেদ আলম, চান্দিনা পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি মো. লুৎফুর রেজা খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী আবদুল মালেক, বাড়েরা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মো. সেলিম ভূইয়া, পৌর আওয়ামীলীগ যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুরুজ ভূইয়া কাউন্সিলর, চান্দিনা উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী ইয়াছিন আহম্মেদ অভি প্রমুখ।