জাতীয়লাইফস্টাইল
জনপ্রিয় নায়িকা“জয়া চৌধুরীর”নতুন ছবি“ওস্তাদের ওস্তাদী”শুটিং শুরু ১৫ ই ডিসেম্বর।

জনপ্রিয় নায়িকা“জয়া চৌধুরীর”নতুন ছবি“ওস্তাদের ওস্তাদী”শুটিং শুরু ১৫ ই ডিসেম্বর।
বাংলাদেশের সিনেমা জগতের জনপ্রিয় নায়িকা জয়া চোধুরীর নতুন সিনেমার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা যায়,নতুন ছবির কাজ ১৫ ডিসেম্বর শুটিং শুরু হবে বলে জানা গেছে।
জয়া চৌধুরীর নতুন ছবির নাম “ওস্তাদের ওস্তাদী” এই ছবির ডাইরেক্টর যুগান্তর চাকমা চাইনিজ,
জয়া চৌধুরী এক বার্তায় বলেন,সফল ভাবে “বাগিনী”ছবির শুটিং প্রায় শেষ প্রান্তে, আশা ও বিশ্বাস দর্শকরা এই ছবি দেখে মন ভরে যাবে এবং এই ছবিতে আমাকে বিভিন্ন রুপে দেখা যাবে। এখন আবার নতুন ছবিতে অভিনয় করবো ইনশাআল্লাহ ১৫ ই ডিসেম্বর শুটিং শুরু হবে,তিনি সবাইর কাছে দোয়া কামনা করেন।





