
চান্দিনার ছেলে আদিল কিশোর গ্যাং “ঈগল” গ্রুপের হাতে খুন
রিপন অাহমেদ ভূইয়া।
কুমিল্লায় কিশোর গ্যাং ঈগল গ্রুপের হাতে নিহত হয় আজমাইন আদিল(১৭) নামে সদ্য এসএসসিতে পাশ করা এক ছাত্রের। নগরীর মোগলটুলী কর্ণফুলী পেপার হাউজের সামনে গতকাল রাত সাড়ে ৯ টার দিকে ওই ঘটনা ঘটে।
জানা যায়, থানার পুকুরের কাছে মোটরসাইকেল চালনা ও গায়ে লাগাকে কেন্দ্র করে আদিলের সাথে অনিক নামে এক ছেলের সাথে ঝগড়া সৃষ্টি হয়।কথা কাটাকাটির এক পর্যায়ে দলবদ্ধ হয়ে ঈগল গ্যাং এর সদস্য অনিক কয়েকজনকে নিয়ে আদিলকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী নগরীর ঝাউতলার আক্তার হোসেনের ছেলে সাইদুল ইসলাম জানান, রাত সাড়ে ৮টার দিকে তাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখি। সেখান থেকে প্রথমে কুমিল্লা সদর হাসপাতালে ও পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আজমাইন আদিল কুমিল্লা মডার্ন হাই স্কুল থেকে এ বছরই এসএসসি পাশ করে। সে চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার আব্দুস সাত্তারের একমাত্র ছেলে। তার পরিবার কুমিল্লা মহানগরীর ঝাউতলা এলাকার রেজা মঞ্জিলে ভাড়ায় বসবাস করে বলে জানা গেছে।
এদিকে কুমিল্লা নগরীতে কিশোর গ্রুপদের বেপরোয়া ভাব এখনো কমেনি। প্রায় প্রতিদিনই রক্তাক্ত হচ্ছে কুমিল্লার জনপদ। এবার প্রাণ গেল আদিল নামের এই কিশোরের।
এ বিষয়ে কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন জানান, কিশোরটি মারা গেছে।তদন্ত চলছে,ঘটনার সাথে জড়িত দোষীদের গ্রেফতার করে আইনি শাস্তি দেয়া হবে।





