কুমিল্লা সদর

কুমিল্লা ডিবি পু‌লিশের অ‌ভিযা‌নে ৫০কেজি গাজাঁ ও ১২০০পিছ ইয়াবাসহ গ্রেফতার ২জন

কুমিল্লা ডিবি পু‌লিশের অ‌ভিযা‌নে ৫০কেজি গাজাঁ ও ১২০০পিছ ইয়াবাসহ গ্রেফতার ২জন,

 

রিপন অাহমেদ ভূইয়া।

কু‌মিল্লা জেলা গো‌য়েন্দা পু‌লি‌শের এক‌টি টিম গতকাল কুমিল্লার  চৌদ্দগ্রাম উপ‌জেলা ও কোতয়ালী থানাধীন অ‌ভিযান চা‌লি‌য়ে ৫০ কে‌জি গাজাঁ ও ১২০০ পিস ইয়াবা চালানের সময় গোপন সংবা‌দে খবর পে‌য়ে ডি‌বি পু‌লি‌শের এলআই‌সি টি‌মের এসআই   ইক‌তিয়ার উ‌দ্দিন সঙ্গীয় এসআই নজরুল ইসলাম, এএস আই আ‌রিফ হো‌সেন, সঙ্গীয় ফোর্সসহ চৌদ্দগ্রাম উপ‌জেলার শুকুয়া  এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে  মাদক ব্যবসায়ী জসিম উদ্দিনু‌(২৫)কে গ্রেফতার ক‌রে।  ঘটনাস্থল থে‌কে ৫০কে‌জি গাজাঁ উদ্ধার ক‌রা হয় এবং কোতয়ালী থানাধীন ভিক্টোরিয়া কলেজ রোড স্তল থেকে কামরুল হাসান শাহিন(৩৮) কে ১২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত দুই আসামীর বিরু‌দ্ধে পু‌লিশ বাদী হ‌য়ে মাদক আই‌নে মামলা দা‌য়ের ক‌রেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker