নারী ও শিশু
ছোট্ট পলিকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ

মহসিন কলেজে অর্থনীতি থেকে সদ্য পাস করা Russell। তার একমাত্র আদরের ছোট বোন পলি।পড়ে ষষ্ঠ শ্রেনীতে।রাসেলের বাসায় একমাত্র বোন আর তার মা ছাড়া আর কেউ থাকেনা।এই তিনজন নিয়েই তাদের ছোট্ট পরিবার।গতকাল বিকেল চারটায় রাসেল ছিল টিউশনে আর তার মা ছিল অফিসে। তার বোন পলি ছিল বাসায় একা।অনেক আগ থেকেই পলি তার মাকে অভিযোগ করে আসছিল ” আম্মু আমাদের এই জমিদার লোকটি ভাল না”।মা মেয়ের কথায় পাত্তাই দেয়নি।আজ মেয়েকে বাসায় একা পেয়ে জমিদার নামক এই অমানুষটি এই ছোট্ট পলিকে ধর্ষন করে তার বহুদিনের সুপ্ত লালসা পূরণ করেছে।এই ঘটনা জানাজানি হওয়ার ভয়ে এই জানোয়ার এই ছোট্ট পলিকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার জন্য সিলিং ফ্যানের সাথে ঝুলিয়ে রাখে।
আমরা ছাত্রসমাজ প্রশাসনের কাছে এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। পাশে থাকুন সবাই।
রুখে দাড়ায় পশুদের বিরুদ্ধে।