চান্দিনা
চান্দিনা উপজেলার অন্যতম নবাবপুর বাজার লকডাউন

চান্দিনা কুমিল্লা প্রতিনিধি ঃ মহামারী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে হিমসিম খাচ্ছে বিশ্ব। প্রতিরোধক ব্যবস্থা না থাকায় দিন দিন বেরেই চলছে এর সংক্রমন। বিশ্বের অন্যান্য দেশেরমত বাংলাদেশও বাদ পরেনি এ ভাইরাসের ছোবল থেকে। প্রানঘাতি ভাইরাসে এই পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ১২ হাজার পার হওয়ার পথে। মৃত্যুর সংখ্যা ২০০ এর কাছাকাছি। গেলো মার্চ মাসের মাঝামাঝি সময়ে প্রথম করোনা সংক্রমিত রোগি সনাক্ত করে আইইডিসিআর। পড়ে সরকারের লকডাউন ও জোরালো পদক্ষেপে কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও দীর্ঘমেয়াদী হওয়ায় জনসাধারণকে ঠেকাতে না পাড়ায় ক্রমশ বেড়েই চলেছে করোনার বিস্তার। ইতিমধ্যে আক্রান্ত হয়েছে প্রশাসনিক কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী , পুলিশ,সাংবাদিক,সহ ফ্রন্টলাইন যোদ্ধারা, বাদ পরেনি সংসদ সদস্যের নেতারাও। চট্টগ্রাম বিভাগে কুমিল্লা জেলায় সবচেয়ে বেশি প্রার্দুভাব হওয়ায় কয়েকটি উপজেলাকে রেডজোন হিসেবে ঘোষনা দিয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।
এর পরিপ্রেক্ষিতে কুমিল্লার চান্দিনা উপজেলায় অন্যতম দোল্লাই নবাবপুর বাজার সহ কাদুটি বাজার, বদরপুর বাজার, মহিচাইল বাজার, মনারটং বাজার,ধেরেরা বাজার , কৈলাইন বাজার,কংগাই বাজার করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয় বাজারগুলোতে। চান্দিনা উপজেলার সংসদ সদস্য সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মোঃ আলী আশরাফ এর হস্তক্ষেপে স্থানীয় আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বাজার কমিটির সমন্বয়ে বাজার চলাকালীন সময়ে সব ধরনের যাত্রীবাহী যানবাহন চলাচলের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সাধারণ জনগনের বেলায়ও বিভিন্ন নিয়ম ও সরকারি বিধি-নির্দেশনা মানার তাগিদ দেন বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দগন।