শিক্ষাঙ্গন
চান্দিনা মহিলা কলেজে অনার্স ছাত্রীদের নবীন বরণ

চান্দিনা মহিলা কলেজে অনার্স ছাত্রীদের নবীন বরণ
মোহাম্মদ রাশেদ খাঁন।
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে অনার্স (সম্মান) প্রথম বর্ষে ভর্তি হওয়া ছাত্রীদের ওরিয়েন্টেশন ক্লাশ ও নবীন বরণ অনুষ্ঠান শনিবার (১ ডিসেম্বর) সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন- সাবেক ডেপুটি স্পিকার অধ্যাপক মো. আলী আশরাফ এম.পি। কলেজটিতে বর্তমান শিক্ষাবর্ষে সম্মান প্রথম বর্ষে ৭টি বিষয়ে ২ শত ১ জন ছাত্রী ভর্তি হয়।
অনুষ্ঠানে- চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মামুন পারভেজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- চান্দিনা উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা তপন বক্সী, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মহিউদ্দিন আহমেদ আলম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ও চান্দিনা পৌর মেয়র মো. মফিজুল ইসলাম, কলেজের সাবেক উপাধ্যক্ষ নির্মল চন্দ্র দাস, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার।
অনুষ্ঠানে কলেজের সহকারী অধ্যাপক হেদায়েত উল্লাহ্র সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন- চান্দিনা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ মো. কামরুজ্জামান, প্রভাষক গৌতম কুমার দেব, এনায়েত উল্লাহ্ ভূইয়া, তাসলিমা বেগম, আব্দুল্লাহ্ আল মামুন, মোস্তফা কামাল।





