জাতীয়

বাঘিনী,ওস্তাদের ওস্তাদী,সহ নতুন আরও ১০ টি সিনেমার কাজ হাতে আছে,জয়া চৌধুরী।

বাঘিনী,ওস্তাদের ওস্তাদী,সহ নতুন আরও ১০ টি সিনেমার কাজ হাতে আছে,জয়া চৌধুরী।

ওস্তাদের ওস্তাদী,নতুন সিনেমার শুটিং ১৫ ডিসেম্বর শুরু হবে তবে ইতিমধ্যে শুরু হয়েছে ‘বাঘিনী’ নামে নতুন একটি ছবির কাজ। গত ২৮শে নভেম্বর থেকে পুবাইল আকাশ ভিলা শুটিং হাউজে শুরু হয়েছে এ ছবির দ্বিতীয় ভাগের শুটিং। এর কিছুদিন আগে এ ছবির প্রথম অংশের কাজ শেষ হয়। এ ছবিতে চলচ্চিত্রের নতুন মুখ জয়া চৌধুরীর বিপরীতে অভিনয় করছেন নায়ক সাইফ খান। ‘বাঘিনী’ ছবিটি পরিচালনা করছেন যুগান্তর চাকমা। সাইফ খান বলেন, বেশ ভালোভাবে কাজটি এগিয়ে চলছে। এর আগে বিভিন্ন লোকেশনে ছবির প্রথম অংশের কাজ শেষ করেছেন ছবির পরিচালক। গত ২৮শে নভেম্বর থেকে আমি ও  এই ছবির নায়িকা জয়া দ্বিতীয় ভাগের শুটিং এ অংশ নিয়েছি।
কাজটি নিয়ে আমি বেশ আশাবাদী। জয়া চৌধুরী বলেন, এটি একটি লেডি অ্যাকশন ছবি। এ ছবিতে আমাকে দর্শক ভিন্ন একটি চরিত্রে দেখতে পাবেন। এ ছবির জন্য ফাইটও শিখেছি আমি। দ্বিতীয় ভাগের কাজ শেষ করে ঢাকা ও দেশের বাইরে এ ছবির গানের শুটিংয়ে অংশ নেব। এবার টানা কাজটি শেষ করবেন নির্মাতা। আশা করি, দর্শক কাজটি পছন্দ করবেন। জয়া চৌধুরী,সাইফ খান ছাড়াও এই ছবিতে অনান্য চরিত্রে অভিনয় করছেন কাবিলা, ইলিয়াস কোবরা, শিবা সানু, রাজু সরকার প্রমূখ।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker