চান্দিনা

চান্দিনায় করোনা ভাইরাসের আতঙ্কে চালের দাম ও পেঁয়াজের দাম বাড়ানোয় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

চান্দিনায় করোনা ভাইরাসের আতঙ্কে চালের দাম ও পেঁয়াজের দাম বাড়ানোয় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা

আলিফ মাহমুদ কায়সার

কুমিল্লা প্রতিনিধি ঃ

 

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে প্রথম মৃত্যুর খবরে আতঙ্কে রয়েছে লোকজন। যে কোনো মুহূর্তে শাটডাউনের শঙ্কায় অনেকেই চাল-ডালসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুত করতে শুরু করেছেন। এর প্রভাব পড়েছে কুমিল্লা চান্দিনার চালের বাজারে। বাড়তি দামে চাল বিক্রি শুরু করেছেন বিক্রেতারা।

 

খবর পেয়ে গতকালের মতো আজ শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় অভিযানে নামে উপজেলা প্রশাসন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশ আজ চান্দিনা উপজেলার মাধাইয়া বাজার,মহিচাইল বাজার ও বাড়েরা বাজারের পাইকারী চালের দোকান,পেঁয়াজের দোকান ও অন্যান্য ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান চালান। পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কৃত্রিম সংকট সৃষ্টি করে চালের দাম,পেঁয়াজের দাম ও বিভিন্ন দোকানে মূল্যতালিকা না থাকায় বিভিন্ন প্রতিষ্ঠানকে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও ওই বাজারের বিভিন্ন আড়ত ও খুচরা বাজারে গিয়ে করোনা আতঙ্ককে পুঁজি করে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম না বাড়ানোর বিষয়ে সতর্ক করেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময়  চান্দিনা থানা পুলিশের সহযোগীতায় বাজার মনিটরিং এর পাশাপাশি মূল্যবৃদ্ধির চলমান গুজবে কান না দেয়া, মাত্রারিতিক্ত মজুদ না করা এবং করোনা ভাইরাসের বিষয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করেন।

 

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নেহাশীষ দাশ জানান, করোনাভাইরাসের আতঙ্ককে পুঁজি করে কেউ যেন বাজারে কৃত্রিম সংকট তৈরি না করতে পারে। মজুত থাকার পরও নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম না বাড়াতে পারে সেজন্য চান্দিনা উপজেলা প্রশাসন সব সময় মাঠে থাকবে। নিয়মিত বাজার মনিটরিংয়ের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker