জাতীয়শিক্ষাঙ্গন

চান্দিনায় দারুল ইসলাম মহিলা মাদরাসার শ্রেষ্ঠত্ব‘অভিনন্দন ও শুভেচ্ছা চান্দিনার সময় পরিবারের পক্ষ থেকে।

চান্দিনায় দারুল ইসলাম মহিলা মাদরাসার শ্রেষ্ঠত্ব‘অভিনন্দন ও শুভেচ্ছা চান্দিনার সময় পরিবারের পক্ষ থেকে।

 

 

কুমিল্লার চান্দিনা থানা ক্বওমী মাদ্রাসা সংগঠনের ১৯ তম বৃত্তি পরীক্ষায় ৭০টি মাদ্রাসার মধ্যে মাধাইয়া বাজারে অবস্থিত দারুল ইসলাম মহিলা মাদ্রাসা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করে। ফলাফলের দিক থেকে ওই মাদ্রাসার ছাত্রীরা শতভাগ পাশসহ ১০টি বৃত্তি অর্জন করে। এছাড়া ১৭ জন ছাত্রী জিপিএ-৫ (মুমতাজ) লাভ করে। গত বৃহস্পতিবার ওই বৃত্তির ফলাফল ঘোষণা করা হয়। বৃত্তিপ্রাপ্তরা হলো- মুতাওয়াসসিতাহ্-৩ হেদায়াতুন্নাহু জামাতের ছাত্রী মোসাম্মৎ আয়েশা আক্তার, মোসাম্মৎ শাফিকা আক্তার, মিযান জামাতের ছাত্রী মোসাম্মৎ আয়েশা আক্তার, মোসাম্মৎ তামান্না আক্তার, মোসাম্মৎ নূসরাত আক্তার, তৃতীয় শ্রেণির ছাত্রী মোসাম্মৎ আমেনা আক্তার, মোসাম্মৎ রিয়া মণি, মোসাম্মৎ মাহাবুবা আক্তার জুমা, মোসাম্মৎ সুমাইয়া আক্তার ও মোসাম্মৎ ফাইজা আক্তার।

 

দারুল ইসলাম মহিলা মাদ্রাসা’র পরিচালক হাফেজ ওযায়ের আহমদ বলেন- ‘শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম, অভিভাবকদের আন্তরিকতা ও ছাত্রীদের যৌথ প্রচেষ্টার মাধ্যমেই এই ভাল ফলাফল অর্জন সম্ভব হয়েছে।’

 

মাদ্রাসার মুহতামিম মাওলানা মাসউদুর রহমান বলেন- ‘২০১৩ সালে আমাদের মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়। এরপর প্রতি বছরই চান্দিনা উপজেলা ক্বওমী মাদ্রাসা সংগঠনের বৃত্তি পরীক্ষায় ছাত্রীরা অংশ গ্রহণ করে বৃত্তি পেয়ে আসছে। আমরা এই ধারাবাহিক সাফল্য আগামী দিনগুলোতেও অব্যাহত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker