চান্দিনা

চান্দিনার ৯ নং মাইজখার ইউনিয়নের হতদরিদ্র পরিবারের মাঝে ২০ কেজি চাউল বিতরণ।

কুমিল্লা চান্দিনার ৯নং মাইজখার ইউনিয়নে চান্দিনা উন্নয়নের কারিগর, গণমানুষের নেতা, সাবেক ডেফুটি স্পিকার জনাব অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় ও চান্দিনা উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি ও এফবিসিআই  এর সম্মানিত সিনিয়র সহসভাপতি জনাব মুনতাকিম আশরাফ টিটুর নির্দেশনায় হতদরিদ্র ও নিম্ম আয়ের মানুষদের ২০ কেজি করে চাউল বিতরন করেন ৯ নং মাইজখার ইউনিয়ন আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, যুবসমাজের জনপ্রিয় ব্যাক্তিত্ব জনাব মোঃ জসিম উদ্দিন। 

জনাব জসিম উদ্দিন ৯ নং মাইজখার ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডে নিম্ম আয়ের হতদরিদ্র পরিবারের মাঝে প্রতিনিয়ত ত্রাণ বিতরণ করছেন এবং প্রত্যেক ওয়ার্ডের নিম্ম আয়ের মানুষদের খোঁজ খবর নিচ্ছেন। তিনি বলেন ৯ নং মাইজখার ইউনিয়নের হতদরিদ্র পরিবারের কেহ না খেয়ে মরবে না চান্দিনার গণমানুষের নেতা অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয় সর্বদা জনগণের খোঁজ খবর নিচ্ছেন,

Close