চান্দিনা

করোনা মহামারিতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে করোনায় আক্রান্ত ব্যক্তিদের খোঁজ খবর নেয়ার চিত্র

করোনা মহামারিতে মানুষের বাড়ি বাড়ি গিয়ে করোনায় আক্রান্ত ব্যক্তিদের খোঁজ খবর নেয়ার চিত্র

নিউজ ডেক্সঃ ঢাকা অফিস, কুমিল্লা চান্দিনার ৯ নং মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব শাহ্ সেলিম প্রধান তার ইউনিয়নে করোনা ভাইরাস পজিটিভ রোগীর বাড়ি বাড়ি গিয়ে তাদের খোঁজ খবর নিচ্ছেন প্রতিনিয়ত তার এমন কর্মকাণ্ডে প্রশংসায় ভাসছে মাইজখার তথা চান্দিনায় কারণ এমন জনপ্রতিনিধি খুব কম পাওয়া যায় যখন  করোনার ভয়ে যখন সবাই ঘরে অবস্থান করছে নিজেকে নিরাপদ রাখতে তখনই সেলিম প্রধান চেয়ারম্যান সবার পাশে।

 

প্রতি দিনের মতো আজকেও তার মুঠোফোন কথা হল চেয়ারম্যান সাহেব এই করোনার মাঝে নিজের দিকে খেয়াল রাখুন,,,,তখন একটাই জবাব পাই, (ভাইরে মৃত্যু কে ভয় করে কি লাভ।একদিন তো মরতেই হবে।তবে সেই মরাটা মানুষের সেবা করে মরতে চাই, আমি ৯ নং মাইজখার ইউনিয়ন জনগনের ভালোবাসার ভিক্ষুক,আমি আমার বাকিটা জীবন মাইজখারবাসীর দুঃখে সুখে থাকব এবং মাইজখার ইউনিয়ন কে একটা মডেল ইউনিয়ন গড়তে প্রতিজ্ঞাবদ্ধ,আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই। এই করোনা মহামারি শুরু থেকে আজও থেমে নেই এই মহান ব্যক্তিটির পথচলা,তিনি বিনীতভাবে আহবান করেন আপনারা সবাই ঘরে  অবস্থান করবেন অযথা কেহ বাহিরে যাবেন না এবং সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আপনারা সবাই পালন করুন আল্লাহ আমাদের সবাইকে করোনা ভাইরাস থেকে হেফাজত করুন আমিন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker