অর্থনীতিআন্তর্জাতিকজাতীয়তথ্য প্রযুক্তিফিচার
পিছিয়ে গেল এবারের বাণিজ্যমেলা 2019

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে পিছিয়ে দেওয়া হয়েছে বাণিজ্যমেলা। ১ জানুয়ারি থেকে মেলা শুরু হওয়ার কথা থাকলেও এখন ৯ জানুয়ারি থেকে শুরু হবে মেলা। মেলা চলবে ১ মাস।
সূত্র জানিয়েছে, এবারের মেলায় দেশি-বিদেশি প্রতিষ্ঠানের স্টল ও প্যাভিলিয়ন মিলিয়ে প্রায় সাড়ে পাঁচশ প্রতিষ্ঠান অংশ নেবে। এবার নতুন করে ৪ থেকে ৫টি প্রতিষ্ঠান আবেদন করেছে।
এ পর্যন্ত ৫২১টি স্টল বরাদ্দ দেয়া হয়েছে। মেলায় ডিজিটাল এক্সপেরিয়েন্স সেন্টার, ইকোপার্কসহ নতুন অনেক কিছুই থাকছে। অব্যবস্থাপনা রোধে ভ্রাম্যমাণ আদালত ও ভোক্তা অধিদফতরের কর্মকর্তা সার্বক্ষণিক নজরদারি করবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে।