
মানুষ মাত্রই ভুল,ভুল নেই ফেরেস্তার,ভালো এবং খারাপ দিয়েই মানুষ,ভুল এবং সংশোধন দিয়েই মানুষ,আব্দুস সালাম কাউন্সিলর
পিছনে কি হলো না হলো সব দুঃখ কষ্ট রাগ অভিমান ভুলে গিয়ে এই নতুন বছরে এক হয়ে আগামীতে আমাদের প্রিয় গ্রামটাকে সবাই মিলে সাঁজাবো
ছায়কোট গ্রাম থাকবে মাদক মুক্ত জুয়া মুক্ত ঘুষ দূর্নীতি মুক্ত ইভটিজিং মুক্ত দুর্বলের উপরে কেহ কোনো প্রকার জুলুম করতে পারবেনা অন্যায় করতে পারবেনা
সামাজিক পারিবারিক সকল সমস্যার সমাধান হবে অল্প সময়ে।
অতীতের ন্যয় সকলেই ন্যায় বিচার পাবে ইনশা’আল্লাহ
গ্রামের গরীব দুঃখী মেহেনতী মানুষের ধারে ধারে সরকারের দেওয়া সব সাহায্য সহযোগীতা পৌঁছে দেবো
বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সকল প্রকার ত্রান যাদের প্রাপ্য তাদের নিকট পৌঁছে দেবো বিগত দিনের মতই!
দলমত নির্বিশেষে সবাই একসাথে চলবো কাঁধে কাঁধ মিলিয়ে এই গ্রামকে চান্দিনার বুকে মডেল এবং আদর্শ গ্রাম হিসেবে পরিচিত করবো ইনশা’আল্লাহ
💙জনাব আব্দুস সালাম কাউন্সিলর💙





