
চান্দিনার এমপি মহদ্বয় সহ আওয়ামীলীগের সকল অঙ্গ সংগঠনের সবাইর কাছে কৃতজ্ঞতা জানান জহিরুল ইসলাম মুন্সী।
স্থানীয় প্রতিনিধিঃ রাশেদ খান ওটি।
চান্দিনা উপজেলা আসছে নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছেন চান্দিনা যুবলীগ আহবায়ক জহিরুল ইসলাম মুন্সী,আমাদের প্রতিনিধির সাথে একান্ত আলাপনের সময় তিনি আমাদের মাধ্যেমে বলেন,
চান্দিনা উপজেলার গনমানুষের নেতা সাবেক ডেফুটি স্পিকার চান্দিনা উন্নয়নের কারিগর জনাব আলহাজ্ব আলী আশরাফ এমপি মহদ্বয় ও আগামীর চান্দিনার কর্ণধার কুমিল্লা উঃ জেলা আওয়ামীলীগের যুগ্ম সারাধন সম্পাদক এবং এফবিসিআই এর সহ সভাপতি জনাব মুনতাকিম আশরাফ টিটু সহ চান্দিনা আওয়ামীলীগে সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক ও সমস্ত ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্য সহ চান্দিনার সম্মানিত আওয়ামীলীগাররা এবং ছাত্রলীগ যুবলীগ সেচ্ছাসেবকলীগ তাঁতী লীগ শ্রমিক লীগ সহ চান্দিনার ভিবিন্ন নিউজ পোর্টালের সম্মানিত সম্পাদক ও সাংবাদিক সহ চান্দিনার আপামর জনগন কে আমার পক্ষ থেকে সবাই কে শুভেচ্ছা ও অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের খেদমত করতে পারি আমি আপনাদের ভালোবাসার ভিক্ষুক আমি আমার বাকিটা জীবন আপনার দুঃখে সুখে থাকতে চাই তাই আপনাদের দোয়া ও আপনাদের মহামূল্যবান ভোট দিয়ে আমাকে আপনাদের সেবা করার সুযোগ দিন।