
আজকে চান্দিনায় এখন অব্দি ৫ জনের করোনা পজিটিভ এসেছে।
এরমাঝে একজন স্বাস্থ্য কমপ্লেক্স, একজন বেলাশ্বর,একজন কংগাই এবং বাকি দুইজন জোয়াগের বাসিন্দা।
কংগাই এবং জোয়াগের রোগীরা পূর্বের কংগাইয়ের রোগীর সংস্পর্শে ছিলেন।
অনেক রিপোর্ট আসা এখনো বাকি আছে।
দয়া করে আপাতত এর বেশি তথ্যের জন্য কর্তৃপক্ষকে ফোন দিবেন না।পরবর্তীতে বাকি তথ্য দেয়া হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, চান্দিনা





