চান্দিনা
চান্দিনায় ডিবি পুলিশের ‘মাদক অভিযান’, দুই ড্রাগ ডিলার আটক

Tweet
ষ্টাফ রিপোর্টার : চান্দিনায় ইয়াবা সহ আব্দুল্লাহ অনিক (২৫) ও জুয়েল (২৭) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
৪ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় অভিযান চালিয়ে পৌরসভার ছায়কোট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক সরবরাহ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
আটক আব্দুল্লাহ অনিক চান্দিনা উপজেলা সদরের স্কুল মার্কেট এলাকার আবুল কালাম এর ছেলে এবং জুয়েল চান্দিনার ‘দিয়া’ নামে একটি এনজিওতে কর্মরত।
জেলা গোয়েন্দা পুলিশ শাখার উপ-পরিদর্শক (এস.আই) বলাই দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন।





