অপরাধ
রাউজান থানা পুলিশের অভিযানে ৯০ (নব্বই) লিটার মদসহ গ্রেফতার ০১

রাউজান থানা পুলিশের অভিযানে ৯০ (নব্বই) লিটার মদসহ গ্রেফতার ০১
————————-
রাউজান থানার মামলা নং-০১ তারিখ- ০৪/০৭/ ২০২০ খ্রি: ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ (১) এর টেবিলের ২৪(খ) মূলে এসআই ইব্রাহিম খলিল সঙ্গীয় অফিসার-ফোর্সসহ ০৪/০৭/ ২০২০ খ্রি: রাত ০২.৫৫ টায় পূর্ব রাউজান নাতোয়ান বাগিচা গুচ্ছগ্রাম এলাকায় অভিযান চালিয়ে ৯০ (নব্বই) লিটার চোলাই মদসহ আসামী থুই নুং মং মারমা ( ১৮), পিতা মৃত মংসিলা মারমা, সাং- পশ্চিম মোনাই পাড়া, বেতবুনিয়া, থানা- কাউখালী, জেলা- রাঙ্গামাটিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।