চান্দিনা

অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তলনে ক্ষতির সম্মুখিন বামনিখোলা গ্রামের শতাধিক মানুষ

অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তলনে ক্ষতির সম্মুখিন বামনিখোলা গ্রামের শতাধিক মানুষ

 

নিউজ ডেক্সঃ স্থানীয় প্রতিনিধি, সানজিদা আক্তার।

 

চান্দিনার মাইজখার ইউনিয়নের বামনিখোলা গ্রামে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। সে কারণে চলতি বর্ষা মৌসুমে বামনিখোলা গ্রামের কয়েকটি বসতবাড়ি সহ আশেপাশের প্রায় শতাধিক ফসলি জমি, এক কিলোমিটার রাস্তা, একটি ব্রিজ বিপদের সম্মুখীন।

 

অবৈধভাবে ফসলি জমি থেকে বালু ও মাটি উত্তোলন বন্ধ করে বিভিন্ন বাড়িঘর সহ ফসলি জমি ভাঙনের হাত থেকে রেহাই পেতে চায় স্থানীয়রা।

 

সরেজমিনে দেখা যায়, বামনিখোলা পূর্বপাড়া এলাকায় বেশ কয়েকটি ড্রেজার বসিয়ে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। ড্রেজার কূপের আশপাশের জমি গুলো ভাঙনের সম্মুখে।

 

বামনিখোলা গ্রামের আক্কাস মিয়া(ছদ্বনাম) বলেন, ‘ ফসলি জমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করা হচ্ছে। সে কারণে বানিখোলা পূর্বপাড়ার কয়েকটি বাড়ি, শতাধিক ফসলি জমি, এক কিলোমিটার রাস্তা, একটি ব্রিজ ক্ষতির সম্মুখীন। আমরা প্রশাসনকে অভিযোগ জানিয়েছি। কর্তৃপক্ষ এ ব্যাপারে ব্যবস্থা নেবেন বলে যানিয়েছেন, কিন্তু এখনো কোনো ব্যবস্তা নেয় নি।’

 

স্থানীয় আরো অনেকে বলেন, বামনিখোলা গ্রামে সাধারন মানুষকে হুমকির-ধমকি দিয়ে পূর্বেও এরকম অবৈধ ড্রেজার দিয়ে বালু ও মাটি উত্তলন করেছে অবৈধ ড্রেজার ব্যবসায়িরা, যার ফলে ক্ষতির সম্মুখিন হয়েছেন গ্রামের শতাধিক মানুষ।

 

স্থানীয়রা যাথাযথ কর্তৃপক্ষের কাছে বামনিখোলা গ্রামের অবৈধ ড্রেজার বসিয়ে মাটি ও বালু উত্তোলন বন্ধ এবং মাটি-বালু খেকোদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker