জাতীয়

মিথ্যাচার উন্মোচিত।অবশেষে আটক।

মিথ্যাচার উন্মোচিত।অবশেষে আটক।
পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গত ১৪ নভেম্বর বিএনপির মনোনয়ন পত্র দাখিলের দিন পুলিশের উপর হামলা, গাড়ী ভাংচুর ও অগ্নি সংযোগের ঘটনায় বহুল আলোচিত মিডিয়ায় ভাইরাল হওয়া কালো শার্ট পরা হেলমেট পরিহিত যুবক আটক।
এই যুবকের পরিবর্তে সোসাল মিডিয়ায় কয়েকজন ব্যক্তিকে সনাক্ত করা হয়, যা ভাইরাল হয়।অপরদিকে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় হেলমেট পরিহিত যুবক গুলশান ছাত্রলীগের প্রচার সম্পাদক মাহবুবুর রহমান মিথুন এবং বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগির সংবাদ সম্মেলনে হেলমেট পরিহিত কালো শার্ট পরা ছেলেটির ছবি দেখিয়ে দাবি করেন “এই হেলমেট পরিহিত যুবক ছাত্রলীগের হেলমেট বাহীনির একজন,যারা পরিকল্পিত ভাবে পুলিশের উপর হামলা করে, গাড়ি ভাংচুর ও আগুন দিয়ে বিএনপির উপর দায় চাপাচ্ছে”। বিষয়টি নিয়ে পুরো দেশব্যাপী সোশাল মিডিয়ায় ভাইরাল হয় এবং আলোচনার শীর্ষে পৌছায়।
অত:পর মিডিয়ায় ধারনকৃত সমস্ত ভিডিও ক্লিপ ও স্টিল ফটোগ্রাফ দেখে এবং ঐই যুবকের একই দিনের সেলফির ছবি বিএনপি সমর্থিত অপর এক ব্যক্তির ফেসবুক থেকে সংগ্রহ করার পর চিহ্নিত ব্যক্তির নাম পরিচয় সনাক্ত করা হয়। জানতে পারি তার নাম মো:আলি হোসেন।পিতা: মৃত আঃ মান্নান, শাহজাহানপুর রেলওয়ে কলোনি। রাজনৈতিক পরিচয় শাহজাহানপুর থানার ১১নং ওয়ার্ড ছাত্র দলের সাধারন সম্পাদক এবং বিএনপি নেতা জনাব মির্জা আব্বাসের ঘনিষ্ঠ কর্মি।ঘটনার পরেই নিজের দাড়ি গোফ কেটে গাজীপুরে আত্নগোপন করে।অঃতপর প্রযুক্তির সহায়তায় গাজীপুরের শ্রীপুর থেকে গ্রেফতার করতে সক্ষম হই। আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিষয়টি নিয়ে দেশব্যাপী একটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল, আশাকরি এই গ্রেফতারের মধ্য দিয়ে হেলমেট পরিহিত ব্যক্তিকে নিয়ে যে আলোচনা সমালোচনা তার পরিসমাপ্তি ঘটবে। হেলমেট পরিহিত ব্যক্তিকে সনাক্ত করা পুলিশের রিতিমত একটি চ্যালেঞ্জ হয়ে দাড়িয়ে ছিল।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker