রাজনীতি

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবগঠিত কমিটি

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবগঠিত কমিটি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।

দুপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এম এ মান্নান কচি’র নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধী সৌধে পুস্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধায় জানান কমিটির সদস্যরা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

ভাস্কর্যের ব্যাপারে মৌলবাদী স্বাধীনতা বিরোধী শক্তি যা বলছে তা মিথ্যা। ইসলাম ধর্ম তাদের বক্তব্য সমর্থন করে না। বর্তমান সরকার যা করছে তা ইসলাম সমর্থন করে। এমন মন্তব্য করেছে আওয়ামী লীগের নবনিযুক্ত ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সিরাজুল মোস্তফা। দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধা নিবেদনকালে তিনি একথা বলেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker