
চান্দিনা পৌর নির্বাচনে বিএনপির ত্রিমুখী লড়াই
আসন্ন ১৬ ই জানুয়ারী অনুষ্ঠিতব্য চান্দিনা পৌরসভা নির্বাচনে উপলক্ষে চান্দিনায় বিরাজ করছে চাপা উৎকণ্ঠা। কে হচ্ছে কোন দলের প্রার্থী এই নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই । সারাদেশের মতো এখানে রয়েছে বিএনপির দুই গ্রুপ । এক গ্রুপের নেতৃত্বে রয়েছেন প্রয়াত জেলা বিএনপির সভাপতি খোরশেদ আলমের সন্তান, উপজেলা বিএনপি এর সভাপতি আতিকুল আলম ও অন্য গ্রুপে রয়েছেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজউদ্দিন ভূইয়া।আতিকুল আলম গ্রুপ থেকে মনোনয়ন প্রত্যাশী সাবেক মেয়র, পৌর বিএনপি এর সাধারণ সম্পাদক আলমগীর খান । তার শক্ত প্রতিদ্বন্দ্বী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বশির ।জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক থাকার দরুন তরুণ সমাজের তার রয়েছে ব্যাপক সমর্থন । তার পিতা আব্দুল মান্নান সরকার চান্দিনা ইউণীয়ন পরিষদে মেম্বার ও চেয়ারম্যান ছিলেন দীর্ঘ ২০ বছর। পৌরসভা গঠিত হলে পৌরসভার চেয়ারম্যান ও মেয়র পদে দায়িত্ব পালন করেন ১৩ বছর । দীর্ঘদিন জনপ্রতিনিধি থাকায় তাদের রয়েছে বিশাল ভোট ব্যাংক । তাছাড়া জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক বশিরের অনুসারী হওয়ায় উপজেলা ও পৌরসভার ছাত্রদল বশিরের পক্ষে একাট্টা। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান এর স্নেহধন্য হওয়ায় মোফাজ্জল হোসেন বশির ও মনোনয়ণ দৌড়ে বেশ এগিয়ে বলে জানা যায় । অপরদিকে আলমগীর খানকে টেক্কা দিতে তৎপর রয়েছেন আতিকুল আলম গ্রুপের আরেক নেতা পৌর যুবদলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর হাজী নুরুল ইসলাম । তবে স্থানীয় জনগণের সাথে কথা বলে জানা যায় সাবেক মেয়র আলমগীর খান ও মোফাজ্জল হোসেন বশির এর মধ্যে যে কেউ ধানের শীষের প্রতীক পাবে ।





