
আগামীকাল ০৯ অক্টোবর রোজ মঙ্গলবার বেলা ০৩ ঘঠিকায় কুমিল্লা(০৭)চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর আওয়ামীলীগের পার্টি অফিসে কর্মী সমাবেশ এবং বিশাল শোডাউন আয়োজন করা হয়েছে,
আসছে জাতীয় সংসদ নির্বাচন গন মানুষের নেতা,চান্দিনা উন্নয়নের কারিগর,সৎ নিষ্ঠাবান,বিশিষ্ট সমাজ সেবক,চান্দিনাতে পাঁচ বারের সফল এমপি,সাবেক ডেফুটি স্পিকার,জননেতা আলহাজ্ব অধ্যাপক আলী আশরাফ এমপি মহদ্বয়ের হাত কে শক্তিশালী করতে চান্দিনা উপজেলার যুবলীগ,ছাত্রলীগ , স্বেচ্ছাসেবক লীগ , তাঁতীলীগের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা যায়।
আগামীকালের কর্মী সমাবেশ ও শোডাউনের ব্যাপারে চান্দিনা যুবলীগের আহবায়ক সদস্য,সৎ নিষ্ঠাবান,রাজপথের লড়াকু সৈনিক,বিশিষ্ট ব্যাবসায়ী,যুব সমাজের অহংকার,বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক,মো: জাবিরুল ইসলাম জাবেদ কে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন,আগামীকালের কর্মী সমাবেশ ও শোডাউন কে ঘিরে চান্দিনা উপজেলার সমস্ত নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে,আমার আস্থা ও বিশ্বাস ইনশাল্লাহ আগামীকালের কর্মী সমাবেশে চান্দিনার আওয়ামীলীগের সমস্ত ইউনিটের নেতাকর্মীরা যথা সময়ে উপস্থিত থেকে কর্মী সমাবেশ সফল করবেন।
শুভেচ্ছান্তে
মোঃ জাবিরুল ইসলাম জাবেদ
আহ্বায়ক সদস্য চান্দিনা উপজেলা আওয়ামী যুবলীগ





