জেলার খবর
বীরমুক্তিযোদ্ধা ডা. ফজলুর রহমান-এর সম্মাননা লাভ

বীরমুক্তিযোদ্ধা ডা. ফজলুর রহমান-এর সম্মাননা লাভ
মো. আবদুল বাতেন
প্রতিনিধি, চান্দিনা (কুমিল্লা) ।
স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ বিভাগের সাবেক উপ-পরিচালক ও চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা ডা. ফজলুর রহমান কে সম্মাননা প্রদান করেন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন কুমিল্লা জেলা শাখা।
গত ২৯ মার্চ কুমিল্লা শহরের ফান টাউন অডিটোরিয়ামে ‘বিএমএ মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যায়’ ওই সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি কুমিল্লা মহানগর আওয়ামীলীগ সভাপতি বীরমুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।
‘এসো মিলি প্রাণের বন্ধনে, যেখানে বহু গুণী ধরা দিবে’ স্লোগান নিয়ে বিএমএ এর নবীন ও প্রবীণ সদস্য চিকিৎসকদের সপরিবারে উপস্থিতিতে মিলনমেলা প্রাণবন্ত হয়ে উঠে।
‘বিএমএ মিলনমেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার’ উদ্বোধন করেন- বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।