চান্দিনা

চান্দিনার কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাপান -বাংলাদেশের অর্থায়নে ভবন নির্মাণ

চান্দিনার কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জাপান -বাংলাদেশের অর্থায়নে ভবন নির্মাণ

।।চান্দিনা প্রতিনিধি।।

৯৫ নং কামারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন আধা পাকা ভবনের নির্মাণ কাজের শুভ সূচনা হয় আজ শনিবার (২৮ নভেম্বর)।
আজকের শুভ এই কাজের সূচনালগ্নে উপস্থিত ছিলেন মাইজখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন জামাল ভাই এর প্রতিনিধি ছোট ভাই মোঃ কামাল হোসেন ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাবেক মেম্বার মানিক হোসেন মেম্বার, কামারখোলা গ্রামের সূর্যসন্তান দুর্নীতি দমন কমিশনের উপ-সহকারী পরিচালক মোঃ নুরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের উপনির্বাচনের মেম্বার পদপ্রার্থী মোঃ ওমর ফারুক,কামারখোলা পশ্চিম পাড়া কমিউনিটি কমপ্লেক্স মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব রুহুল আমিন, কামারখোলা বাবুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাধারন সম্পাদক ডাঃ বিল্লাল হোসেন সহ কামারখোলা গ্রামের সর্ব সাধারন।

সমাপনী বক্তব্যে মোঃ কামাল উদ্দিন জানান ” এই গ্রামে কিছু তরুন সূর্য সন্তান সরকারের বিভিন্ন দপ্তর চাকরি করেন,তাঁদের মধ্যে রয়েছে অফুরন্ত সম্ভাবনা যা কামারখোলা সমাজ বির্নিমানে কাজে লাগাতে পারলে কামারখোলা অচিরেই একটি মডেল গ্রামে রূপান্তরিত হবে,তবে প্রশ্ন আমরা যারা গ্রামে থাকি তারা চাই কিনা সেটার উপর নির্ভর করবে। আশা করি গ্রামবাসী তাদের পিছনে সমালোচনা না করে গ্রাম উন্নয়ন এসব যবুকের গঠনমূলক সমালোচনা করুন।এই প্রত্যাশা কামারখোলাবাসীর সৃজনশীল সকলের।”

মেম্বার উপ-নির্বাচনকে নিয়ে কামারখোলা গ্রামের যে বিভেদ রেখা অঙ্কিত হয়েছে তা ১০ ডিসেম্বর পর্যন্ত যাতে সীমাবদ্ধ থাকে সে ব্যাপারে উপস্থিত সকলে গ্রামবাসীকে সতর্ক করে দেন।তা না হলে পরিণাম বেশি ভালো হবে না সে বিষয়টি সকলে মাথায় রাখতে হবে।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker