চান্দিনা
জনতা ছিনতাইকারীকে আটক করে চান্দিনা থানা পুলিশের হাতে সোপর্দ

লকডাউনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন সংকটে ক্যান্টনম্যান্ট টু চান্দিনা পর্যন্ত মোটরবাইকে অনেকেই যাতায়াত করে।আজ যাত্রী বেশে এক ছিনতাইকারী বাইকে উঠে চান্দিনা সাদাৎ জুট মিল গেইটের সামনে এসে বাইক চালককে অাহত করে বাইক নিয়ে পালাবার চেষ্টা করার সময় জনতা ছিনতাইকারীকে আটক করে চান্দিনা থানা পুলিশের হাতে সোপর্দ করে।





