
কুমিল্লা চান্দিনা ১বছর সাজাপ্রাপ্ত অাসামী গ্রেফতার করেছে এ এস আই শাহীন আলম।
কুমিল্লা চান্দিনা থানায় সাজাপ্রাপ্ত অাসামী গ্রেফতার করেছে এ এস আই শাহীন আলম।
এ এসআই মোঃ শাহীন আলম খান সঙ্গীয় ফোর্সসহ অফিসার ইনচার্জ, চান্দিনা থানার নির্দেশক্রমে গত ২৬/০৫/১৯ ইং তারিখ রাত অনুমান ০২:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার আলিকামড়া গ্রাম হইতে জিআর ৪১/০৭ মামলায় ১ বৎসর সশ্রম কারাদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক অাসামী মোঃ ফরিদ মিয়া (৩০)কে বিশ্বস্ত গুপ্তচরের মাধ্যমে গেপ্তার করিতে সক্ষম হই। সে চান্দিনা থানাধীন আলিকামড়া গ্রামের আঃ সাত্তার এর ছেলে। সে উক্ত মামলায় সাজা হওয়ায় গেপ্তার এড়ানোর জন্য অাত্নগোপন করিয়া পালিয়ে বেড়াইতেছিল। তাহাকে বিজ্ঞ অাদালতে সোপর্দ করা হইয়াছে।





