কুমিল্লা সদর

কুমিল্লার ধর্মসাগরে পানিতে পড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু

কুমিল্লা নগরীর পার্কের ধর্মসাগরের পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, কুমিল্লা নগরীর তালপুকুর পাড় এলাকার বাসিন্দা সিহাব (১৫) ও ফাহিম (১৪) । এরা দুজনই কুমিল্লা জিলা স্কুল ও মর্ডাণ হাই স্কুলের ছাত্র। তারা নবম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। বৃহস্পতিবার (২ আগষ্ট) বিকেল ৩ টার দিকে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয় সূত্র জানান, বিকেলে নবম শ্রেণিতে অধ্যয়নরত ১২ জন বন্ধু ধর্মসাগরে গোসল করতে নামে । তাদের মধ্যে ২ জন পানিতে ডুবে যায়। পরে সাথের শিক্ষার্থীরা তাদেরকে পানি থেকে উঠিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোতয়ালী থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ সালাহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker