শিক্ষাঙ্গন
চান্দিনায় লতিফ খন্দকার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চান্দিনায় লতিফ খন্দকার ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
চান্দিনায় মরহুম আবদুল লতিফ খন্দকার ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা শুক্রবার (৯ নভেম্বর) সকালে চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়। এতে চান্দিনা উপজেলার ৪০ টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির মোট ৪ শত জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সদস্য মো. জাকির খন্দকার, এতবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের আহবায়ক মো. ওয়াহেদুজ্জান, চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ ও ফাউন্ডেশন বৃত্তি প্রকল্পের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম ভূইয়া, সহকারী অধ্যক্ষ শামীম আরা, বামুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন মজুমদার, চান্দিনা মডেল স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক সঞ্জীব কুমার পাল, সহকারী শিক্ষক আরিফুল ইসলাম, এম.এইচ রাব্বি প্রমুখ।
মরহুম আবদুল লতিফ খন্দকার ফাউন্ডেশন এর চেয়ারম্যান জেলা শ্রেষ্ঠ শিক্ষানুরাগী আলহাজ্ব মো. মনির খন্দকার জানান, প্রতি বছরের ন্যায় এবারও সুষ্ঠুভাবে বৃত্তি পরীক্ষা সম্পন্ন হয়। সংশ্লিষ্ট সবার আন্তরিকতা ও দায়িত্বশীলতার কারণেই এটি সম্ভব হয়েছে। বৃত্তি পরীক্ষার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মেধা বিকশিত হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।





