চান্দিনা

চান্দিনা থানা পুলিশ বিভিন্ন ওয়ারেন্ট ভূক্ত ৩ আসামি গ্রেফতার।

পুলিশ_সুপার,কুমিল্লা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ জনাব শামসউদ্দিন মোহাম্মদ ইলিয়াছ

এর নেতৃত্বে এসআই/ মোঃ আব্দুস সুলতান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ঢাকা মেট্রোপলিটনের কাফরুল থানার মামলা নং-৫৪(১১)১৪, জিআর-৩৬৭/১৬এর ওয়ারেন্টভূক্ত আসামী মোঃ ফারুক হোসেন, পিতা- মৃত রশিদ প্রধান, সাং- মেহের, মধ্য পাড়া, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লাকে গ্রেফতার ও

এসআই/ মোঃ রাকিব হোসেন সঙ্গীয় ফোর্সের সহায়তায় নাঃ শিঃ-৬০৯/১৮, সিপি নং-১৪৩/১৮ এর ওয়ারেন্টভূক্ত আসামী সুমন মিয়া, পিতা- মৃত মোহাম্মদ আলী, সাং- লতিফপুর, পোঃ বরকইট, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লাকে গ্রেফতার এবং

এসআই/ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্সের সহায়তা বরুড়া থানার মামলা নং-০২, তাং-০১/০৫/২০১৯খ্রিঃ, জিআর নং-৭৫/১৯ এর ওয়ারেন্টভূক্ত ডাকাত আসামী আবুল কালাম আবু কালাম(৩৮), পিতা- কালা মিয়া, সাং- খৈছড়া, থানা- চান্দিনা, জেলা- কুমিল্লাগনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সূত্র,,, Cumilla district police

Close