অপরাধনারী ও শিশু

বরুড়ায় পিতা হত্যাকারী মামলায় ছেলে গ্রেপ্তার

বরুড়ায় পিতা হত্যাকারী মামলায় ছেলে গ্রেপ্তার

 

নিজস্ব প্রতিনিধিঃ

 

মামলার বিবরণে জানাযায়, গত ০৭ আগস্ট সন্ধ্যা অনুমান ০৭.০০ ঘটিকার সময় বরুড়া থানাধীন চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা গ্রামের জুলহাস মোল্লার বসত ঘরের ভিতরে পারিবারিক কলহের কারণে জুলহাস মোল্লা (৪০) ও তার স্ত্রী রুপা আক্তার (৩৮) এর মধ্যে দু-পক্ষে কথা কাটাকাটি হয়। তখন তাহাদের ছেলে রিমন আহাম্মেদ (১৫ বছর ৭ মাস) পিতা-মাতার ঝগড়া থামাতে ব্যর্থ হওয়ায় তার পিতাকে ছুরি দিয়ে পেটের মধ্যে আঘাত করিয়া পালিয়ে যায়। আহত জুলহাস মোল্লাকে স্থানীয় লোকজন চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ আগস্ট  রাত অনুমান ১২টা ২২ মিনিটের সময় মৃত্যুবরণ করেন।

 

পরবর্তীতে নিহত জুলহাস মোল্লার ভাই আবুল কালাম আজাদ (৪৭) পিতা-মৃত আব্দুল হালিম, সাং-মুড়িয়ারা (মোল্লা বাড়ি), পোঃ ঝলম, থানা-বরুড়া, জেলা-কুমিল্লা বাদী হইয়া বরুড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন যাহা বরুড়া থানার মামলা নং-১৬, তাং-১৪/০৮/২০২২ইং, ধারা- ৩০২/৩৪ পেনাল কোড।

 

মামলাটি তদন্তকালে বরুড়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার এর সার্বিক দিক নির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই আবদুল মজিদ ঢাকা ডেমরা এলাকায় অভিযান পরিচালনা করিয়া ঘটনার সহিত জড়িত শিশু অপরাধী রিমন আহাম্মেদ (১৫)কে গ্রেফতার করেন। শিশু অপরাধী রিমন আহাম্মেদ এর স্বীকারোক্তি অনুযায়ী হত্যার ঘটনায় ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়। পরে আজ ১ সেপ্টেম্বর ঘটনার সাথে জড়িত শিশু অপরাধী রিমন আহাম্মেদকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

 

উল্লেখ, ছেলে  লিমন মোল্লা চান্দিনা কাদুটী হাই স্কুলের শিক্ষার্থী। এই বছর এসএসসি পরীক্ষার্থী।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker