অপরাধজাতীয়

রাজধানীর কাঠাঁলবাগানে ভাড়াটিয়াকে বের করে দেওয়া বাড়ির মালিক নুর আক্তার শম্পাকে গ্রেপ্তার

মঙ্গলবার (২১শে এপ্রিল) রাতে রাজধানীর ধানমন্ডি এলাকার একটি সড়ক থেকে তাকে আটক করা হয়।শম্পার বিরুদ্ধে ভাড়াটিয়াকে মারধর ও হত্যাচেষ্টার মামলা হয়েছিল। র‍্যাব-২ এর মেজর এইচ এম পারভেজ আরেফিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে আমরা নিয়মিত নজরদারিতে রাখছিলাম। রাতে ধানমন্ডির একটি সড়ক থেকে গ্রেপ্তার করি। তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশের কাছে হস্তান্তর করা হবে।এর আগে, রোববার রাতে ৫৮/৭ নম্বর পান্থপথ এলাকার দ্বিতীয় তলায় ভাড়াটিয়ার একমাসের ভাড়া বাকি থাকায় ২ মাসের নবজাতক শিশুসহ ৩ সন্তান ও তার বাবা-মাকে মারধর করে ঘর থেকে তাড়িয়ে দেন বাড়িওয়ালা শম্পা। র‍্যাব-পুলিশের সদস্যরা মানবিক বিবেচনায় শম্পার কাছে ভাড়াটিয়াকে ঘরে রাখার অনুরোধ জানায়।তবে শম্পা তাদের অনুরোধকে অবজ্ঞা করে এবং র‍্যাব-পুলিশকে দেখে নেয়ার হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যান।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker