আন্তর্জাতিক
২৬৪ভোট নিয়ে জয়ের জন্য আর ৬ভোট দরকার তার।২৭০ হলেই প্রসিডেন্ট,হোয়াইট হাউজ তার।

জয়ের দুয়ারে এসে বাইডেন ঐক্যের ডাক দিলেন।২৬৪ভোট নিয়ে জয়ের জন্য আর ৬ভোট দরকার তার।২৭০ হলেই প্রসিডেন্ট,হোয়াইট হাউজ তার।
করোনাকালেও বিপুল ভোটাধিকার প্রয়োগ, বিশ্বের প্রতাপশালী রাষ্ট্রের নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে এমন তুমুল উত্তেজনা আর কখনো হয়নি।ট্রাম্পের জন্যই হলো।ভোট গনতন্ত্রের সবচেয়ে শক্তিশালী প্রতিবাদ হিসেবে নিয়েছে আমেরিকার জনগন।পৃথিবী দেখেছে গনতন্ত্রের মহোৎসব, ব্যালটের মধুর প্রতিশোধ।
আমেরিকায় একজনকে দুইটার্ম নির্বাচিত করার রেওয়াজটাও আবার হোচট খেলো ডোনাল্ড ট্রাম্পের অগনতান্ত্রীক আচরন, গনমাধ্যমের সাথে লড়াই, গনতন্ত্রের পৃথিবীর নন্দিত বৃহত্তম দেশ আমেরিকার জনগন মেনে নেয়নি।ভোট দেয় নেতৃত্ব নীতি ও কাজের উপর।গাধা না হাতি মার্কায় অন্ধ হয়না।বাইডেন চমক দিলেন ডেমোক্রেটদের আর ট্রাম্প চরম পরাজয় দিলেন রিপাবলিকান দলকে।আমেরিকার ভোটে গনতন্ত্রের সূর্য আরও উজ্জল হয়ে ওঠেছে।





