চান্দিনা

চান্দিনা মাইজখার ইউনিয়নের গজারিয়া নামক স্থানে ফেন্সিডিলসহ আটক ২,

চান্দিনা মাইজখার ইউনিয়নের গজারিয়া নামক স্থানে ফেন্সিডিলসহ আটক ২,

 

 

কুমিল্লার চান্দিনায় ফেন্সিডিল সহ সুমন চন্দ্রর  সাহা (৫৫) ও সজিব (২২) নামে  ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে চান্দিনা থানা পুলিশ।

 

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে চান্দিনার মাধাইয়া- নবাবপুর সড়কের গজারিয়া নামক স্থান থেকে তাদের আটক করা হয়।

 

সুমন চাঁদপুর জেলার মতলব উপজেলার নারায়নপুর গ্রামের মৃত গোবিন্দ চন্দ্র সাহার ছেলে এবং সজিব চান্দিনা উপজেলার মহিচাইল গ্রামের হানিফ মিয়ার ছেলে। এঘটনায় দুধ মিয়া নামে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।

 

চান্দিনা থানার উপ পরিদর্শক (এস.অাই) মোহাম্মদ শাহ আলম জানায়, চান্দিনার মাধাইয়া নবাবপুর সড়কের দিয়ে সিএনজি যোগে মাদক পাচার হচ্ছে গোপন সংবাদ পেয়ে সড়কের উভয় পাশে বেরিকেট দিয়ে তাদেরকে আটক করা হয়।

 

এসময় তাদের কাছ থেকে ১৩০ বোতল ফেন্সিডিল বোতল উদ্ধার করা হয়। তারা সীমান্ত এলাকা থেকে সিএনজি যোগে চান্দিনা ও চাঁদপুরের সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার করে আসছে। এ ঘটনায় মাদক আইনে মামরা দায়ের করা হয়েছে।

 

সহ ২ জনকে আটক করতে সক্ষম হয়। এসময় মতলব উপজেলার নারায়নপুর গ্রামের দুধ মিয়া নামে অপর জন পালিয়ে যায়। পরে তাদের ব্যবহৃত অটোরিক্সাটিও আটক করে পুলিশ।

 

 

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker