আন্তর্জাতিক

মা ইলিশ রক্ষায় অবশেষে ভারতীয় জেলেদের সরাচ্ছে ইন্ডিয়ান কোস্টগার্ড/নেভী।

মা ইলিশ রক্ষায় অবশেষে ভারতীয় জেলেদের সরাচ্ছে ইন্ডিয়ান কোস্টগার্ড/নেভী।

ইতিহাসে প্রথমবারের মত এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারত। প্রতিবারই যখন মা ইলিশ রক্ষায় আমাদের জেলেদের সাগরে যাওয়া বন্ধ করে দেয়া হয় ঠিক তখনই ইন্ডিয়ান মাছ চুর জেলেরা বাংলাদেশের জলনীমার খুব কাছে এসে মাছ শিকার করে,ক্ষেত্রে বিশেষে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ে। গতবছর বাংলাদেশ কোস্টগার্ড এবং নৌবাহিনী বাংলাদেশের জলসীমায় মাছ চুরির অভিযোগে শতাধিক ভারতীয় জেলে আটক করে, ক্ষেত্র বিশেষে ওয়ার্নিং ফায়ারও করা হয়। এতে কয়েকজন ভারতীয় জেলে আহত হওয়ার খবর প্রচারিত হয় সেদেশের গণমাধ্যমে। কূটনৈতিক মহলে বাংলাদেশের এই অবস্হান ভারতে কঠোর বার্তা পৌঁছেছে বলে বোধ হয়।

তাই এবছর ইন্ডিয়ান কোস্টগার্ডের জাহাজ এবং নেভীর MPA গুলো বাংলাদেশের জলসীমার কাছাকাছি অবস্হানরত সকল ভারতীয় মাছধরার নৌযানকে সরিয়ে দিচ্ছে। ভারতের অংশে নজরদারি বাড়ানোর লক্ষ্যে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে বলেও জানানো হচ্ছে।

ছবিঃ- ভারতীয় জেলেদের বাংলাদেশের সীমান্তের কাছাকাছি অবস্হান থেকে সরানোর কার্যক্রম।

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker