অপরাধ
অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ও গাড়ি সহ কোম্পানীগঞ্জ রামপুরের সোহেল গ্রেফতার!

চট্টগ্রামের লোহাগড়ায় অভিযান চালিয়ে ১০ হাজার ইয়াবা ও গাড়ি সহ কোম্পানীগঞ্জ রামপুরের সোহেল গ্রেফতার!
বিশেষ প্রতিনিধি : চট্টগ্রাম রেঞ্জাধীন চট্টগ্রামের লোহাগাড়া থানা পুলিশের অভিযানে ১০,০০০(দশ হাজার) পিস ইয়াবা ও পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস সহ মোঃ সোহেল নামের একজনকে গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার এসআই মোঃ নুরনবী সঙ্গীয় ফোর্সসহ ৩০ অক্টোবর সকাল সাড়ে দশটার দিকে লোহাগাড়া সদর ইউনিয়ন এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশের সুত্রে জানা যায়, ইয়াবা সহ গ্রেফতার হওয়া আসামী মোঃ সোহেল (৪২) এর গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নে।
সে রামপুর ইউনিয়নের হাজী ফিরোজ আলম এর ছেলে। তার এ সংক্রান্তে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
(সুত্র – চট্টগ্রাম রেঞ্জ পুলিশ)





