চান্দিনা
চান্দিনায় আবদুল জলিল সরকার স্মৃতি ট্রাস্টের যাত্রা শুরু

চান্দিনায় আবদুল জলিল সরকার স্মৃতি ট্রাস্টের যাত্রা শুরু
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি।
কুমিল্লার চান্দিনায় গরিব অসহায়দের সুবিধা দিতে যাত্রা শুরু করলো আবদুল জলিল সরকার স্মৃতি স্ট্রাস্ট।
দেশের বিশিষ্ট্য ব্যবসায়ী মরহুম মাহবুবুল হক সরকারের জীবদ্দশায় তাঁর নিজ বাড়ি হারং গ্রামে ওই ট্রাস্ট প্রতিষ্ঠার পর শুক্রবার (১০ ফেব্রুয়ারী) আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই ট্রাস্টের উদ্বোধন ঘোষনা করেন। এসময় ট্রাস্টের অধীনে বৃত্তপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক ওই ট্রাস্ট্রের অধীনে উপজেলার অসচ্ছল, অসহায় মানুষের সহায়তার পাশাপাশি একটি হাফিজিয়া মাদ্রাসা, একটি এতিমখানা, একটি বৃদ্ধাশ্রম, একটি কারিগরি শিক্ষা কেন্দ্র ও একটি বৈকালিক বিদ্যালয় চালু করা হয়েছে।
মাহবুবুল হক সরকার ১ জানুয়ারী ১৯৬৫ইং সালে হারং গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তিনি ২০২০ সালের ১৬ সেপ্টেম্বর মরণ ব্যাধি ক্যান্সার আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তাঁর মৃত্যুর কয়েক মাস পূর্বে তিনি নিজ বাড়িতে মরহুম পিতা আবদুল জলিল সরকার স্মৃতি ট্রাস্ট প্রতিষ্ঠা করেন। প্রায় আড়াই বছরের নিরলস প্রচেষ্টায় ট্রাস্টের যাবতীয় কাজ শেষ করেন পরিবার।
মরহুম মাহবুবুল হক সরকারের মাতা ও আবদুল জলিল সরকার স্মৃতি ট্রাস্টের সভাপতি রহিমা খাতুন এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মো. সফিউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিনিয়োগ বোর্ড উপসচিব মো. সাইফুল ইসলাম ভূঞা, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া।
অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাবেক পৌর মেয়র মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের অন্যতম সদস্য ড. মমিনুল হক, যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. শিরিন পারভীন, পাঞ্জেরী পাবলিকেশন্স এর ব্যবস্থাপনা পরিচালক কামরুল হাসান শায়েক, রফিকুল ইসলাম, মুশগাণ শামসী বাহার।
সহকারি অধ্যাপক মো. আবুল খায়ের এর সঞ্চালনায় মরহুমের পরিবার ও স্বজনদের মধ্যে স্মৃতিচারণ করেন বেগম বদরুন্নেসা সরকারি কলেজের সহযোগি অধ্যাপক শামসুন্নাহার, আমেরিকা প্রবাসী ডা. শিরিন পারভীন, নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রফেসর নুরা শামসী বাহার, ব্যবস্থাপনা পরিচালক পাঞ্জেরি পাবলিকেশনস কামরুল হাছান শায়েক প্রমুখ।