
চান্দিনায় নির্বাচনী সহিংসতা ঠেকাতে মাঠে আইনশৃঙখলা বাহিনী
উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং অপরাধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চান্দিনায় আইন শৃঙখলা বাহিনীরা মাঠে নেমেছেন। উপজেলা সদর থেকে শুরু করে সবকটি ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নির্বাচনের মাঠে প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকরা রাজনৈতিক সহিংসতা চালাতে পারে- এমন আশঙ্কার কারণেই এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হবে বলেও জানিয়েছেন তারা।